ভিকারুননিসার বরখাস্ত শিক্ষককে পুনর্বহাল দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৬: ৩৫

হিজাব ইস্যুতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির বসুন্ধরা শাখার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেন তারা। এসময় বরখাস্ত শিক্ষক ফজিলাতুন নাহারকে পুনর্বহাল, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ‘অপপ্রচারকারীদের’ শাস্তির দাবি জানানো হয়।

এর আগে গত ২৪ আগস্ট ভিকারুননিসা স্কুলের বসুন্ধরা শাখায় ওড়না পরার কারণে শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেয়ার অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

এক পর্যায়ে মঙ্গলবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা এক নোটিশে ফজিলাতুন নাহারকে বরখাস্ত করার কথা জানানো হয়।

নোটিশে বলা হয়, স্কুলের বসুন্ধরা প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণির একটি শ্রেণিকক্ষ থেকে ২২ জন শিক্ষার্থীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং অ্যাডহক কমিটির (অস্থায়ী কমিটি) সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাকে কেন চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তার কারণ সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয় নোটিশে।

তবে শিক্ষক ফজিলাতুন নাহার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেছেন। তার পক্ষে আন্দোলনে নামা শিক্ষার্থীরা বুধবার সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের আশপাশের সড়ক প্রদক্ষিণ করেন।

এ বিষয়ে ভিকারুননিসা নুন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম জানিয়েছিলেন-এখানে হিজাব পরায় কোন বাধা নেই্। আমাদের নির্ধারিত হিজাব আছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত