এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১৩: ৫৭
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৪: ৫১
ফল প্রকাশের পর শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাস। ছবি: আমার দেশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এ ফল প্রকাশ করা হয়। এর মধ্যদিয়ে দু মাসেরও কম সময়ের ব্যবধানে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করল শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত