আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছাত্রী হেনস্তাকারী কর্মীর পক্ষ নিল বেরোবি ছাত্রদল

প্রতিনিধি, বেরোবি

ছাত্রী হেনস্তাকারী কর্মীর পক্ষ নিল বেরোবি ছাত্রদল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী সানজিদ সরকার স্মরণসহ আরো ছয়জনের বিরুদ্ধে একই বিভাগের নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সম্প্রতি লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী শিক্ষার্থী। এদিকে অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে উল্টো তার পক্ষ নিয়েছে শাখা ছাত্রদল। নেতাকর্মীরা ওই অভিযুক্তকে শুভেচ্ছাও জানাচ্ছেন।

বিজ্ঞাপন

লিখিত অভিযোগপত্রে ওই নারী শিক্ষার্থী স্মরণসহ আরো কয়েকজনের নাম উল্লেখ করে বলেন, লোকপ্রশাসন বিভাগের ১৬ ব্যাচের সিনিয়র গত ২৪ থেকে ২৬ আগস্ট ক্লাস আছে বলে ডেকে এনে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে অপমান করে।

এই ঘটনার পর আমাকে বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয় এবং ফোন কেড়ে নেওয়া হয়। এ সময় তারা আমাকে হুমকি দেয় এবং শিক্ষকদের নিয়ে বাজে মন্তব্য করে। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

এই বিষয়ে সংবাদ প্রকাশের পর স্মরণের নেতৃত্বে ক্যাম্পাস সাংবাদিক আনোয়ার হোসেনকে হেনস্তা করা হয়। এ ঘটনার পর গত মঙ্গলবার থেকে স্মরণকে ফেসবুকে শুভকামনা জানাচ্ছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

স্মরণকে শুভকামনা জানিয়ে বেরোবি ছাত্রদলের আহ্বায়ক আল আমিন লিখেন, কোনো ষড়যন্ত্রই তোমাকে থামাতে পারবে না স্মরণ। শুভকামনা নিরন্তর। একই ধরনের পোস্ট করেছেন আগামী কমিটিতে পদপ্রত্যাশী বেরোবি ছাত্রদল নেতা রিফাত রাফি এবং মোহাম্মদ ইয়ামিন।

এছাড়া শাখা ছাত্রদলের অফিসিয়াল ফেসবুকে পেজে স্মরণের পক্ষে বিবৃতি দেওয়া হয়। এতে সই রয়েছে শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের।

লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মুজাহিদুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। ১৭ ব্যাচের এক মেয়ে ১৬ ব্যাচের কয়েকজনের নামে অভিযোগ করেছে। তার বিরুদ্ধেও একটি অভিযোগ এসেছে। আমরা বিষয়গুলো শৃঙ্খলা বোর্ডে পাঠাব সুষ্ঠু তদন্তের জন্য। তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নারী শিক্ষার্থীকে হেনস্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকত আলী বলেন, আমরা এটি নিয়ে তদন্ত করব। যে অভিযুক্ত প্রমাণিত হবে তাকে আমরা এক সেমিস্টার হলেও বহিষ্কার করব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...