বেরোবিতে শিবিরের দুই দিনব্যাপী মেডিকেল ক্যাম্প

প্রতিনিধি, বেরোবি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৬: ৩১

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ার পরও শিক্ষার্থী পরিষদের নামে শিবিরের দুই দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান ১৯ ও ২০ অক্টোবর কর্মসূচি চলছে। এক হাজারের অধিক শিক্ষার্থী বিনামূল্যে চিকিৎসা সেবাগ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

এই মেডিকেল ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা, চর্ম, যৌন, চক্ষু, মেডিসিন, মানসিক, নারী স্বাস্থ্য, ব্লাড প্রেসার, ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসাসেবা দেন রংপুর মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক এবং ইন্টার্ন চিকিৎসকরা।

চিকিৎসা নিতে আসা ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী কল্যাণ চন্দ্র সিংহ বলেন, কোনো প্রকার ফি ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সত্যিই প্রশংসার দাবিদার। চিকিৎসকের আন্তরিকতা, ধৈর্য, এবং রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ মানুষকে নতুন করে মানবিকতার ওপর আস্থা রাখতে সহায়তা করে। বিনামূল্যে ঔষধ প্রদান ও স্বাস্থ্যসেবার এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। এ ধরনের সেবামূলক কার্যক্রম শুধু অসহায় মানুষের উপকারই করে না বরং শিক্ষার্থীদের মধ্যেও মানবিকতা, সামাজিক দায়িত্ববোধ ও সহযোগিতার মনোভাব জাগিয়ে তোলে।

রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরও বেরোবি শিক্ষার্থী পরিষদ নামে মেডিকেল ক্যাম্প সম্পর্কে সংগঠনের সভাপতি সুমন সরকার বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থীর শুধুমাত্র একাডেমিক নয়, সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা জরুরি। এ কার্যক্রমের মাধ্যমে আমরা সেই দায়িত্ব পালনের চেষ্টা করেছি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত