শিক্ষক দম্পতির মেয়ে পেল কুমিল্লার সর্বোচ্চ নম্বর

এম হাসান, কুমিল্লা
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৬: ৫৮

কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় ব্যতিক্রমী সাফল্য পেয়েছে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুবা ইসলাম তোহা। বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে সে পেয়েছে ১৩০০ নম্বরের মধ্যে ১২৬১, যা এ বছরের সেরা ফলাফলের মধ্যে অন্যতম। কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯০২ জন।

নগরীর বাদুরতলা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন তোহার পরিবার। বাবা মোহাম্মদ শরিফুল ইসলাম ভূঁইয়া ধনুয়াখলা আদর্শ পাবলিক ডিগ্রি কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক। মা আয়েশা বেগম নার্গিস চান্দিনা উপজেলা সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভাই সাজিদ ইসলাম ভূঁইয়া কুমিল্লা মেডিকেল কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী। গ্রামের বাড়ি দেবীদ্বার উপজেলা রাজামেহার গ্রামে।

বিজ্ঞাপন

পড়ালেখার পাশাপাশি বইপড়া ও ব্যাডমিন্টন খেলায় বেশি আগ্রহ তোহার । তোহা দৈনিক আমার দেশকে বলেন, শিক্ষক এবং আমার পরিবারের কারণেই ফলাফল ভালো করেছি। সন্ধ্যার পর থেকে রাত ২টা-৩টা পর্যন্ত পড়ার টেবিলে বসে পড়তাম‌ । প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতাম । মেইন বই ভালোভাবে ফলো করতাম । পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করতাম ।

পড়ালেখা শেষ করে কি হতে চানÑজানতে চাইলে তোহা বলেন, আমি ইঞ্জিনিয়ার হতে চাই । সাধারণ মানুষের জন্য এবং দেশের জন্য কাজ করার খুব ইচ্ছা আমার ।

বাবা মোহাম্মদ শরিফুল ইসলাম ভূঁইয়া দৈনিক আমার দেশকে বলেন, অভিভাবক, শিক্ষক ও মেয়ের পরিশ্রমে এ সফলতা।

তোহার মা আয়েশা আক্তার জানান, আল্লাহর রহমত ছাড়া এই সাফল্য সম্ভব ছিল না । আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমার মেয়ে অনেক চেষ্টা করেছে ।

তোহার এ সাফল্যে বেশ উচ্ছ্বসিত তার বিদ্যালয়ের শিক্ষকরাও। তাই তো ফলাফল ঘোষণার পর ফুল নিয়ে নিজেদের সেরা ছাত্রীকে অভিনন্দন জানাতে ছুটে গেছেন বাসায়।

প্রধান শিক্ষক রাশেদা আক্তার দৈনিক আমার দেশকে বলেন, তোহা খুবই ভদ্র মেয়ে । পড়ালেখায় আগ্রহী। আমাদের সবার দৃষ্টি ছিল তার প্রতি। সে ভবিষ্যতে ভালো জায়গায় স্থান করে নেবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত