রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহতের ঘটনায় রাত তিনটায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করার কারণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবিতে সচিবালয়ে শিক্ষা ভবন ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা। সচিবালয়ে প্রবেশের এক নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।
শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছেন। ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’ স্লোগান দিচ্ছেন তারা। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতেও স্লোগান দিচ্ছেন তারা। সচিবালয়ের ভেতরে গেটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে আছেন।
শিক্ষার্থীরা বলছেন, রাত তিনটায় কেন পরীক্ষা স্থগিতের ঘোষণা আসবে। আগেই সিদ্ধান্ত নেয়া হয়নি কেনো। এমন শিক্ষা উপদেষ্টা আমরা চাই না।
শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে সচিবালয়ে প্রবেশে সব গেট বন্ধ করে দেওয়ায় সচিবালয়ের ভেতর থেকে কোনো যানবাহন বের হতে পারছে না। ফলে সচিবালয়ের ভেতরে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে।
অপরদিকে, শিক্ষার্থীদের একটি দল ঢাকা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন। পরে তারাও সচিবালয়ের প্রধান ফটকের সামনে এসে অবস্থান নিয়ে বিক্ষোভে যোগ দেন। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষায় যারা ফেল করেছেন তাদের পুনঃমূল্যায়নের দাবি জানাচ্ছেন তারা।

