
প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘জুলাই সনদ’ বা ‘জুলাই চার্টার’-বিষয়ক এক যুব নীতিনির্ধারণী অনুষ্ঠানে ফ্যাসিবাদপন্থী শিক্ষক উপস্থিত থাকার অভিযোগে অনুষ্ঠান থেকে ওয়াক আউট করে ডাকসুসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা।
বুধবার বিকেলে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে অনুষ্ঠিত ‘ইউথ পলিসি ডায়ালগ অন জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক এ আয়োজনে এই ঘটনা ঘটে।
অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, জাকসু জিএস মো. মাজহারুল ইসলাম, রাকসু জিএস সালাউদ্দীন আম্মার এবং চাকসু এজিএস আইয়ুবুর রহমানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক মোহাম্মদ আইনুল ইসলামের উপস্থিতি নিয়ে আপত্তি তোলেন ছাত্র প্রতিনিধিরা। তাদের অভিযোগ, অধ্যাপক আইনুল ইসলাম “ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক” হিসেবে পরিচিত এবং জুলাই আন্দোলনবিরোধী ভূমিকা রেখেছেন।
ডাকসু সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন, তারা সবাই জুলাই সনদের অংশ। কিন্তু কোনো শিক্ষক বা শিক্ষার্থী যদি জুলাইবিরোধী অবস্থান নেন, তার উপস্থিতি আমাদের কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। অধ্যাপক আইনুল ইসলাম ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক- এই বিষয়ে আমাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্টস রয়েছে। তার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনুষ্ঠানে এমন একজন শিক্ষককে বসানো হয়েছে, যিনি জুলাই আন্দোলনের বিরোধী। এই কারণে আমরা ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুর ছাত্র প্রতিনিধিরা যৌথভাবে অনুষ্ঠানটি বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।
ওয়াক-আউটের পরও অনুষ্ঠানটি চলমান থাকে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
তিনি বলেন, জুলাই আন্দোলনে তরুণদের অংশগ্রহণ দেশের রাজনৈতিক পরিবর্তনে অনন্য ভূমিকা রেখেছে। সংস্কার ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় তরুণদের সক্রিয় ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন।
অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংবিধান বিশেষজ্ঞ ড. সুমিত বিসারিয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান আলোচক হিসেবে বক্তব্য দেন।
জুলাই চার্টার বাস্তবায়ন এবং যুব নীতি প্রণয়নে তরুণদের অংশগ্রহণ জোরদার করার লক্ষ্যেই এ পলিসি ডায়ালগ আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘জুলাই সনদ’ বা ‘জুলাই চার্টার’-বিষয়ক এক যুব নীতিনির্ধারণী অনুষ্ঠানে ফ্যাসিবাদপন্থী শিক্ষক উপস্থিত থাকার অভিযোগে অনুষ্ঠান থেকে ওয়াক আউট করে ডাকসুসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা।
বুধবার বিকেলে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে অনুষ্ঠিত ‘ইউথ পলিসি ডায়ালগ অন জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক এ আয়োজনে এই ঘটনা ঘটে।
অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, জাকসু জিএস মো. মাজহারুল ইসলাম, রাকসু জিএস সালাউদ্দীন আম্মার এবং চাকসু এজিএস আইয়ুবুর রহমানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক মোহাম্মদ আইনুল ইসলামের উপস্থিতি নিয়ে আপত্তি তোলেন ছাত্র প্রতিনিধিরা। তাদের অভিযোগ, অধ্যাপক আইনুল ইসলাম “ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক” হিসেবে পরিচিত এবং জুলাই আন্দোলনবিরোধী ভূমিকা রেখেছেন।
ডাকসু সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন, তারা সবাই জুলাই সনদের অংশ। কিন্তু কোনো শিক্ষক বা শিক্ষার্থী যদি জুলাইবিরোধী অবস্থান নেন, তার উপস্থিতি আমাদের কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। অধ্যাপক আইনুল ইসলাম ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক- এই বিষয়ে আমাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্টস রয়েছে। তার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনুষ্ঠানে এমন একজন শিক্ষককে বসানো হয়েছে, যিনি জুলাই আন্দোলনের বিরোধী। এই কারণে আমরা ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুর ছাত্র প্রতিনিধিরা যৌথভাবে অনুষ্ঠানটি বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।
ওয়াক-আউটের পরও অনুষ্ঠানটি চলমান থাকে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
তিনি বলেন, জুলাই আন্দোলনে তরুণদের অংশগ্রহণ দেশের রাজনৈতিক পরিবর্তনে অনন্য ভূমিকা রেখেছে। সংস্কার ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় তরুণদের সক্রিয় ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন।
অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংবিধান বিশেষজ্ঞ ড. সুমিত বিসারিয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান আলোচক হিসেবে বক্তব্য দেন।
জুলাই চার্টার বাস্তবায়ন এবং যুব নীতি প্রণয়নে তরুণদের অংশগ্রহণ জোরদার করার লক্ষ্যেই এ পলিসি ডায়ালগ আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

ইউনেস্কোর সহায়তায় সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা নামে ইউজিসি একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এর আওতায় ২২টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা সেবা দেয়ার কাজ চলমান রয়েছে।
২ ঘণ্টা আগে
চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা পিছিয়ে ২৮ ডিসেম্বর শুরু হয়ে ৩১ ডিসেম্বর নাগাদ চলবে। এর আগে ২১ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিলো। বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে।
৪ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৩ ডিসেম্বর চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি কার্যক্রম।
৫ ঘণ্টা আগে
সরকার ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ ৫ দাবিতে সচিবালয় অভিমুখে ভুখা মিছিল করেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। মিছিল নিয়ে যাওয়ার সময় আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। পাশাপাশি সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠি চার্জের আঘাতে আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে