কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (কুকসু) গঠনতন্ত্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে পাস হয়েছে। পরবর্তী অনুমোদনের জন্য এটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, ২৯ অক্টোবর খসড়া গঠনতন্ত্র প্রকাশ করা হলে শিক্ষার্থীদের মতামত গ্রহণ করে প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করে উপাচার্যের কাছে জমা দেয় আহ্বায়ক কমিটি। এর পরিপ্রেক্ষিতে গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় গঠনতন্ত্রটি সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়। এরপর সোমবারই গঠনতন্ত্রটি ইউজিসিতে ইমেইল ও ডাকযোগে পাঠানো হয়েছে।
এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসান অন্তর বলেন, গঠনতন্ত্রটি সোমবারই ইউজিসিতে পাঠানো হয়েছে, কিন্তু তারা এখনো গ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। সিন্ডিকেটে পাস হওয়ার পর ইউজিসিতে গিয়ে ফাইল আটকে থাকলে শিক্ষার্থীরা এটাকে কখনোই মেনে নেবে না। দ্রুত কমিটি গঠন করে গঠনতন্ত্রের অনুমোদন দিতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আবেদন করতে হবে।
এ বিষয়ে কুকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ইতিমধ্যে আমাদের কাজ শেষ করেছি। এখন যা করার বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ইউজিসি দেখবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গঠনতন্ত্রে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে কিছু পরিবর্তন ও সংযোজন করা হয়েছে। কোনো বড় ধরনের পরিবর্তন বা পদ বৃদ্ধি করা হয়নি। এ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের করণীয় কিছু নেই। ইউজিসি একটি কমিটি গঠন করে গঠনতন্ত্রটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। সেখান থেকে আইন মন্ত্রণালয় হয়ে রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন হবে।
এ বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান বলেন, ‘আমরা এখনো পর্যন্ত চিঠি পাইনি। আগামীকাল দেখে জানাব।’

