চাকসু নির্বাচনে প্রার্থী হচ্ছেন না রাফি

প্রতিনিধি, চবি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২: ৩৮
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৪৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থী হচ্ছেন না গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান।

বিজ্ঞাপন

পোস্টে রাফি উল্লেখ করেন, তিনি রাজনীতির মাঠে নতুন এবং অতীতে কখনো সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। একজন নবীন কর্মী হিসেবে শেখার চেষ্টা করছেন এবং ব্যক্তিগত সিদ্ধান্তের পাশাপাশি সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরামর্শ করেই এবার নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে তার অনেক সিনিয়র, জুনিয়র ও ঘনিষ্ঠজন নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে। এ ছাড়া অন্য কোনো কারণ নেই, কোনো রাজনৈতিক চাপের প্রশ্নও ওঠে না। এটি সম্পূর্ণ ব্যক্তিগত এবং সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই নেওয়া সিদ্ধান্ত। রাফির ভাষায়, নির্বাচনে না দাঁড়ালেও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো আন্দোলন-সংগ্রামে তিনি আগের মতোই সক্রিয় থাকবেন। আপাতত সাংগঠনিক কর্মকাণ্ডে মনোযোগ দেওয়া এবং সংগঠনকে শক্তিশালী করাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাফি বলেন, তাদের দেওয়া উৎসাহ ও সাহস তাকে সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি স্বীকার করেন, মানুষ হিসেবে ভুল হতেই পারে, তবে আলোচনা-সমালোচনার মধ্য দিয়েই নিজেকে সংশোধন করে নতুন করে এগিয়ে যেতে চান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত