প্রতিনিধি, জাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১ নম্বর হলে (পূর্বের শেখ রাসেল হল) র্যাগিংয়ের অভিযোগে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ১৬ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কৃতদের মধ্যে দুইজন শিক্ষার্থীকে শিবিরের কর্মী দাবি করেছেন শাখা ছাত্রদলের নেতারা। তবে অভিযুক্ত শিক্ষার্থী ও শাখা শিবিরের নেতৃবৃন্দ বলছেন—তারা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত নন।
ছাত্রশিবির কর্মী হিসেবে দাবিকৃত ওই দুইজন শিক্ষার্থী হলেন, তানভীর রহমান মুন ও আব্দুল্লাহ আল সাঈদ।
সোমবার বিকালে অভিযুক্তদের বহিষ্কারাদেশের পরপরই ছাত্রদলের একটি পেইজবুক পেইজ (জেইউ মিডিয়া সেল) থেকে সর্বপ্রথম একটি পোস্টের মাধ্যমে তাদেরকে শিবিরের কর্মী হিসেবে দাবি করা হয় । পোস্টটিতে তাদের ছবি চিহ্নিত করা হয় এবং আব্দুল্লাহ আল সাঈদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে শেয়ারকৃত কয়েকটি পোস্টের স্ক্রিনশট প্রকাশ করা হয়। তবে সেগুলোতে শিবিরের কোনো কর্মসূচির ছবি ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে। একটি ছিল ডাকসু ভিপি সাদিক কায়েমের একটি ইসলামিক গান সম্পর্কিত পোস্ট শেয়ার করা আরেকটি ছিল ইফতার মাহফিলে অংশগ্রহণের ছবি ও জাকসু ভিপি প্রার্থী আরিফ উল্লাহর করা নির্বাচনকালীন স্ট্যাটাস শেয়ার করা। শেয়ার করা পোস্টের ক্যাপশনে উল্লেখ ছিলো-‘আরিফুল্লাহ আদিব ভাই জিতলেই ডাকসু ও জাকসুর দুই ভিপিই চাটগাইয়া হবে’। আরেকটি পোস্ট ছিল শাখা ছাত্র শিবিরের আয়োজিত গণইফতার প্রোগ্রামের ছবি যেখানে ৩ হাজার শিক্ষার্থী অংশ নেন।
পরবর্তীতে শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা পোস্টটি শেয়ার করলে তা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করে। তবে পোস্টে শুধু শেয়ারকৃত কয়েকটি পোস্টের স্ক্রিনশট ছাড়া আর অন্য কোনো প্রমাণ ছিল না ।
শেয়ারকৃত পোস্টের স্ক্রিনশট এবং শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে আব্দুল্লাহ আল সাঈদ বলেন, আমি কখনো কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলাম না। শিবিরের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ ভাই আমাদের জেলার মানুষ, জাকসু নির্বাচনের সময়কালীন তিনি নিজের নির্বাচনি পোস্ট জেলা সমিতির সবাইকে শেয়ার করতে বলেছিলেন, আমি কেবল সেটিই শেয়ার করি। অথচ সেটির স্ক্রিনশট ব্যবহার করে আমাকে শিবির বলে প্রচারণা চালানো হচ্ছে।
তিনি আরো বলেন, গত রমজানে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, ছাত্রশিবির, বাগছাসসহ বিভিন্ন সংগঠনের ইফতার অনুষ্ঠানে বন্ধুরা মিলে অংশ নিয়েছিলাম। সেখানকার এক ছবির স্ক্রিনশট উপস্থাপন করে আমাকে শিবিরের কর্মী বলে দাবি করা হচ্ছে। এই মিথ্যা প্রচারণায় আমি ও আমার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছি।
বহিষ্কৃত শিক্ষার্থীদের ছাত্রশিবির সম্পৃক্ততার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন সংগঠনটির শাখা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, র্যাগিং ইস্যুকে কেন্দ্রে করে শিবিরের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে। গত রমজানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির গণইফতার মাহফিলের আয়োজন করলে সেখানে বিভিন্ন মতাদর্শের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেয়। সেই প্রোগ্রামে বিভিন্ন জন বিভিন্নভাবে ছবি তুলে। সেই প্রোগ্রামের ছবি থাকা তাদেরই একজনকে শিবির নেতা হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চালিয়ে সংঘবদ্ধ অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী। বাস্তবে ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।
জাকসুর জিএস এবং শাখা শিবিরের অফিস সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষার্থীদের কেউ ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সংশ্লিষ্ট নয়। র্যাগিংয়ের বিষয়টি জানার পরপরই আমরা হল প্রভোস্ট, প্রক্টর ও প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছিলাম। প্রশাসনও দ্রুত ব্যবস্থা নিয়েছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল অভিযুক্তদের শিবিরের কর্মী হিসেবে প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি আরো বলেন, এসব প্রোপাগান্ডা থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানাই। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে র্যাগিং নামক এই অপসংস্কৃতিকে নির্মূল করতে হবে। প্রশাসনকেও এবিষয়ে আরও কঠোর হতে হবে।
এছাড়াও তাদের বিভাগের অন্যান্য শিক্ষার্থী এবং সহপাঠীদের সাথে কথা বলে জানা যায়, শিবিরের কোনো প্রোগ্রামে বা শিবির সংশ্লিষ্ট কোনো কাজে কখনো তাদের দেখা যায়নি ।
এর আগে গত ১২ অক্টোবর রাতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের দ্বিতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মানসিকভাবে নির্যাতন করেন। অভিযোগ পাওয়ার পরপরই প্রশাসন প্রাথমিক তদন্ত সাপেক্ষে পরদিন (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একে এম রাশিদুল আলম ১৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে আগামী ২১ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বহিষ্কৃত হওয়া অন্য শিক্ষার্থীরা হলেন—আব্দুল্লাহ আল ফাহাদ, আবু তালহা রনি, রাজিব শেখ, এস এম মাহামুদুন্নবী, আবু সাঈদ, জান্নাতুল আদন, আহমেদ আরেফিন রাতুল, তাসনিমুল হাসান জুবায়ের, মাহমুদুল হাসান ফুয়াদ, আল হাসিব, আব্দুল্লাহ আল নোমান, রাকিবুল হাসান নিবিড়, জাহিদুল ইসলাম ও উশান্ত ত্রিপুরা। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের ২১ নম্বর হলের আবাসিক শিক্ষার্থী এবং একই বিভাগের ছাত্র।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১ নম্বর হলে (পূর্বের শেখ রাসেল হল) র্যাগিংয়ের অভিযোগে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ১৬ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কৃতদের মধ্যে দুইজন শিক্ষার্থীকে শিবিরের কর্মী দাবি করেছেন শাখা ছাত্রদলের নেতারা। তবে অভিযুক্ত শিক্ষার্থী ও শাখা শিবিরের নেতৃবৃন্দ বলছেন—তারা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত নন।
ছাত্রশিবির কর্মী হিসেবে দাবিকৃত ওই দুইজন শিক্ষার্থী হলেন, তানভীর রহমান মুন ও আব্দুল্লাহ আল সাঈদ।
সোমবার বিকালে অভিযুক্তদের বহিষ্কারাদেশের পরপরই ছাত্রদলের একটি পেইজবুক পেইজ (জেইউ মিডিয়া সেল) থেকে সর্বপ্রথম একটি পোস্টের মাধ্যমে তাদেরকে শিবিরের কর্মী হিসেবে দাবি করা হয় । পোস্টটিতে তাদের ছবি চিহ্নিত করা হয় এবং আব্দুল্লাহ আল সাঈদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে শেয়ারকৃত কয়েকটি পোস্টের স্ক্রিনশট প্রকাশ করা হয়। তবে সেগুলোতে শিবিরের কোনো কর্মসূচির ছবি ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে। একটি ছিল ডাকসু ভিপি সাদিক কায়েমের একটি ইসলামিক গান সম্পর্কিত পোস্ট শেয়ার করা আরেকটি ছিল ইফতার মাহফিলে অংশগ্রহণের ছবি ও জাকসু ভিপি প্রার্থী আরিফ উল্লাহর করা নির্বাচনকালীন স্ট্যাটাস শেয়ার করা। শেয়ার করা পোস্টের ক্যাপশনে উল্লেখ ছিলো-‘আরিফুল্লাহ আদিব ভাই জিতলেই ডাকসু ও জাকসুর দুই ভিপিই চাটগাইয়া হবে’। আরেকটি পোস্ট ছিল শাখা ছাত্র শিবিরের আয়োজিত গণইফতার প্রোগ্রামের ছবি যেখানে ৩ হাজার শিক্ষার্থী অংশ নেন।
পরবর্তীতে শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা পোস্টটি শেয়ার করলে তা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করে। তবে পোস্টে শুধু শেয়ারকৃত কয়েকটি পোস্টের স্ক্রিনশট ছাড়া আর অন্য কোনো প্রমাণ ছিল না ।
শেয়ারকৃত পোস্টের স্ক্রিনশট এবং শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে আব্দুল্লাহ আল সাঈদ বলেন, আমি কখনো কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলাম না। শিবিরের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ ভাই আমাদের জেলার মানুষ, জাকসু নির্বাচনের সময়কালীন তিনি নিজের নির্বাচনি পোস্ট জেলা সমিতির সবাইকে শেয়ার করতে বলেছিলেন, আমি কেবল সেটিই শেয়ার করি। অথচ সেটির স্ক্রিনশট ব্যবহার করে আমাকে শিবির বলে প্রচারণা চালানো হচ্ছে।
তিনি আরো বলেন, গত রমজানে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, ছাত্রশিবির, বাগছাসসহ বিভিন্ন সংগঠনের ইফতার অনুষ্ঠানে বন্ধুরা মিলে অংশ নিয়েছিলাম। সেখানকার এক ছবির স্ক্রিনশট উপস্থাপন করে আমাকে শিবিরের কর্মী বলে দাবি করা হচ্ছে। এই মিথ্যা প্রচারণায় আমি ও আমার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছি।
বহিষ্কৃত শিক্ষার্থীদের ছাত্রশিবির সম্পৃক্ততার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন সংগঠনটির শাখা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, র্যাগিং ইস্যুকে কেন্দ্রে করে শিবিরের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে। গত রমজানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির গণইফতার মাহফিলের আয়োজন করলে সেখানে বিভিন্ন মতাদর্শের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেয়। সেই প্রোগ্রামে বিভিন্ন জন বিভিন্নভাবে ছবি তুলে। সেই প্রোগ্রামের ছবি থাকা তাদেরই একজনকে শিবির নেতা হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চালিয়ে সংঘবদ্ধ অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী। বাস্তবে ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।
জাকসুর জিএস এবং শাখা শিবিরের অফিস সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষার্থীদের কেউ ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সংশ্লিষ্ট নয়। র্যাগিংয়ের বিষয়টি জানার পরপরই আমরা হল প্রভোস্ট, প্রক্টর ও প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছিলাম। প্রশাসনও দ্রুত ব্যবস্থা নিয়েছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল অভিযুক্তদের শিবিরের কর্মী হিসেবে প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি আরো বলেন, এসব প্রোপাগান্ডা থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানাই। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে র্যাগিং নামক এই অপসংস্কৃতিকে নির্মূল করতে হবে। প্রশাসনকেও এবিষয়ে আরও কঠোর হতে হবে।
এছাড়াও তাদের বিভাগের অন্যান্য শিক্ষার্থী এবং সহপাঠীদের সাথে কথা বলে জানা যায়, শিবিরের কোনো প্রোগ্রামে বা শিবির সংশ্লিষ্ট কোনো কাজে কখনো তাদের দেখা যায়নি ।
এর আগে গত ১২ অক্টোবর রাতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের দ্বিতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মানসিকভাবে নির্যাতন করেন। অভিযোগ পাওয়ার পরপরই প্রশাসন প্রাথমিক তদন্ত সাপেক্ষে পরদিন (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একে এম রাশিদুল আলম ১৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে আগামী ২১ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বহিষ্কৃত হওয়া অন্য শিক্ষার্থীরা হলেন—আব্দুল্লাহ আল ফাহাদ, আবু তালহা রনি, রাজিব শেখ, এস এম মাহামুদুন্নবী, আবু সাঈদ, জান্নাতুল আদন, আহমেদ আরেফিন রাতুল, তাসনিমুল হাসান জুবায়ের, মাহমুদুল হাসান ফুয়াদ, আল হাসিব, আব্দুল্লাহ আল নোমান, রাকিবুল হাসান নিবিড়, জাহিদুল ইসলাম ও উশান্ত ত্রিপুরা। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের ২১ নম্বর হলের আবাসিক শিক্ষার্থী এবং একই বিভাগের ছাত্র।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হবে আজ। আগামী ২৬ অক্টোবর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি
৩ মিনিট আগেধর্ষণ ও নারী অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও স্থায়ী বহিষ্কারের দাবিতে গতকাল মঙ্গলবার রাতে উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস। রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভকারীদের দাবির মুখে রাতেই বিশ্ববিদ্যালয়
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রী সংস্থার সেক্রেটারি ও চাকসুর ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা বলেছেন, বাংলাদেশে প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতন-ধর্ষণের ঘটনা ঘটছে।
১০ ঘণ্টা আগেড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেছেন, আমাদের সমাজে ঐক্যের বড় অভাব। ঐক্যের অভাবে আমাদের সমাজ ও রাষ্ট্র এগুতে পারছে না।
১ দিন আগে