আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাকসু নির্বাচন

শিবির প্রার্থীর কাছে কত ভোটে হারলেন ছাত্রদলের আলোচিত এষা

আমার দেশ অনলাইন

শিবির প্রার্থীর কাছে কত ভোটে হারলেন ছাত্রদলের আলোচিত এষা
ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা হেরে গেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ হাজার ২০টি ভোট কম পেয়েছেন তিনি।

ফলাফলে দেখা গেছে, এজিএস পদে এষা পেয়েছেন ৫ হাজার ৯৫১ ভোট। তাকে পরাজিত করা ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির ৬ হাজার ৯৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার রাত থেকে পর্যায়ক্রমে ১৭টি হলের ফলাফল ঘোষণা করা হয়।

ভিপি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ। তিনি পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট। একই পদে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।

জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার পেয়েছেন ১১ হাজার ৪৯৭ ভোট। ছাত্রশিবিরের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফল ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা।

শুক্রবার সকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এষা লিখেছেন, ‘শিক্ষার্থীদের রায়ই চূড়ান্ত! সকলের এত বেশি ভালোবাসা পেয়েছি যা অকল্পনীয়। আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসার প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমি ছিলাম, আছি এবং থাকব। দোয়া রাখবেন আমার জন্য! অভিনন্দন নবনির্বাচিত সকল রাকসু প্রতিনিধিদের।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন