কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রতিনিধি, কুবি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৪৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ও তার মাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার দুপুর ১টায় নগরীর কান্দিরপাড়ার পূবালী চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

নিহত সুমাইয়া আফরিন (২৩) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার সহপাঠী ও লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনিয়া আফরোজ বলেন, আমাদের সহপাঠী ও তার মায়ের নির্মম হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত। এ ধরনের নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক এবং জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

আরেক সহপাঠী হুমাইরা তাসনীম প্রমি বলেন, এই হত্যাকাণ্ড কেবল একটি পরিবার নয় পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্যই বেদনাদায়ক। আমরা বারবার এ ধরনের ঘটনার শিকার হতে চাই না। প্রশাসনকে অনুরোধ করছি, সঠিক তদন্ত নিশ্চিত করতে হবে। অপরাধীরা যেই হোক না কেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাহস না পায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে সিসি ক্যামেরার ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন এবং মর্মাহত। আমরা চাচ্ছি এটার দ্রুত তদন্ত হউক এবং দোষীদের খুঁজে বের করা হউক। আমরা বিশ্ববিদ্যালয় পরিবার থেকে সবসময় পর্যবেক্ষণ করবো।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত