কৃষিবিদদের দাবি আদায়ে শেকৃবি শিক্ষার্থীদের ‘আগারগাঁও ব্লকেড’

প্রতিনিধি, শেকৃবি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১২: ১৩
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৩: ০৭
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে থেকে জড়ো হয়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে আগারগাঁও মোড়ে আসেন।

কৃষিবিদদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগারগাঁও ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৪৫ পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার (২৭ আগস্ট) রাতে এক আলোচনা শেষে এ কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়। পরে কৃষিবিদ ঐক্য পরিষদের ফেসবুক গ্রুপ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে থেকে জড়ো হয়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে আগারগাঁও মোড়ে আসেন। এসময় তারা ‘ডিপ্লোমাদের সিন্ডিকেট, ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই’, ‘একশান টু একশান, ডাইরেক্ট একশান’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি:

১. কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা।

২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া ৯ম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ না রাখা।

৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত