জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং পূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জবি সাদা দলের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
মাহফিলের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য দেন জবি সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পেছনে বেগম খালেদা জিয়ার প্রেরণা ও উদ্যোগ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ঐকান্তিক মনোভাবের ফলেই রাজধানীর কেন্দ্রে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়। তিনি অসুস্থ থাকায় সকলকে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান।
মাহফিলে সভাপতিত্ব করেন জবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ-ইমাম-কাম-খতিব মো. ছালাহ্ উদ্দিন।
মহিলা নামাজের নির্ধারিত স্থানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এছাড়াও অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অসুস্থ বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

