আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বড় পরিবর্তন রেখে নতুন এমপিও নীতিমালা প্রকাশ

আমার দেশ অনলাইন

বড় পরিবর্তন রেখে নতুন এমপিও নীতিমালা প্রকাশ

বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

নতুন নীতিমালায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ‘জ্যেষ্ঠ প্রভাষক’ পদ বিলুপ্ত করা হয়েছে এবং বিভিন্ন পদের নিয়োগ যোগ্যতায় পরিবর্তন করা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ১৩ বছরের শিক্ষকতা অভিজ্ঞতা এবং ২ বছরের অভিজ্ঞতা নিয়ে, এবং সহকারী প্রধান শিক্ষক পদে ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সহ ২-৩ বছরের অভিজ্ঞতা নিয়ে শিক্ষকরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে নিয়োগ পেতে পারবেন।

এছাড়া, নতুন নীতিমালায় বলা হয়েছে, ৬০ দিনের বেশি সময় বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে ওই শিক্ষক এমপিওভুক্তির জন্য বিবেচিত হবেন না। এক্ষেত্রে, ৬০ দিন অতিবাহিত হওয়ার পর পদটি শূন্য ঘোষণা করে বিধি মোতাবেক নিয়োগের ব্যবস্থা করতে হবে।

কলেজের ক্ষেত্রে, একাদশ শ্রেণিতে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ খোলার জন্য প্রতি বিভাগে ন্যূনতম ৩৫ জন শিক্ষার্থী থাকতে হবে। বিজ্ঞান বিভাগে নতুন শাখা খুলতে ন্যূনতম ২৫ জন শিক্ষার্থী থাকা বাধ্যতামূলক। মফস্বলে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা খোলার জন্য ন্যূনতম ৩০ এবং বিজ্ঞান শাখায় ন্যূনতম ২০ জন শিক্ষার্থী থাকতে হবে।

এমপিও নীতিমালা দেখতে এখানে ক্লিক করুন

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন