জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ০৭
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ২৩

অবশেষে শুরু হয়েছে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই ফলাফল ঘোষণা।

প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ আগেই জানিয়েছেন সিনেট কক্ষে শুধু প্রার্থীরা এবং সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ৩৩ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। ছাত্রদল ও অন্যান্য কয়েকটি প্যানেলের ভোট বর্জন, তিনজন শিক্ষকের নির্বাচনি কার্যক্রম থেকে সরে দাঁড়ানো, একজন পোলিং অফিসারের মৃত্যুর কারণে ভোট গণনায় দেরি হয়।

অবশেষে ৫৩ ঘণ্টা পর আজ শনিবার বিকেল ৪টার দিকে ভোট গণনা শেষ হয় বলে জানানো হয়। এরপর পর জানানো হয় সাড়ে ৪টায় ফল ঘোষণা করা হবে। তবে এ যাত্রায় আবারও কিছুটা বিলম্ব হয় এবং ৫টা ১১ মিনিটে ফল ঘোষণার কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন।

জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ। জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত