জিপিএ-৫ প্রাপ্তির হার কমেছে রাজউক উত্তরা মডেল কলেজের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১১: ৫৪

রাজধানীর অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল কলেজে এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার আগের বছরের সমান থাকলেও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল প্রকাশ করা হয়। এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন শিক্ষার্থীরা।

কলেজ কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ১ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ১ হাজার ২১৮ জন। পাশের হার দাঁড়িয়েছে ৯৯.৯৪ শতাংশ।

গত বছর, অর্থাৎ ২০২৪ সালে রাজউকের ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে ৯৯.৯৪ শতাংশ শিক্ষার্থী ভালো ফলাফল পেয়ে উত্তীর্ণ হয় এবং জিপিএ-৫ অর্জন করেছিল ১ হাজার ৪৭৯ জন।

তুলনামূলকভাবে দেখা যায়, এবছর রাজউকের মোট পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বাড়লেও জিপিএ-৫ প্রাপ্তির হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। গত বছরের তুলনায় এবার ২৬১ জন কম শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এ সময় রাজউক উত্তরা মডেল কলেজের পক্ষ থেকে উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত