আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বতন্ত্রের জিতুর কাছে কত ভোটের ব্যবধানে হারলেন শিবিরের আদিব

আতিকুর রহমান নগরী

স্বতন্ত্রের জিতুর কাছে কত ভোটের ব্যবধানে হারলেন শিবিরের আদিব

জাকসু নির্বাচনে শিবিরের প্যানেলের আরিফ উল্লাহ আদিবকে হারিয়ে ভিপি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। স্বতন্ত্র জিতুর কাছে আদিব হারেন ৯৪২ ভোটের ব্যবধানে। ঘোষিত ফলাফলে দেখা যায়, জিতু ৩৩৩৪ এবং আদিব পেয়েছেন ২৩৯২ ভোট।

আজ শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে ঘোষণা করা হয় এই ফলাফল। নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। ২১ হলে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট পড়েছে ৬৮ শতাংশ।

বিজ্ঞাপন

জাকসু নির্বাচনে এবার মোট ৮টি প্যানেল নির্বাচন করে। স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের ভিপি পদে লড়েন গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু।

অন্যদিকে, শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট থেকে ভিপি পদে লড়াই করেন আদিব। তবে নির্বাচনে আদিব হারলেও জাকসুর সম্পাদকীয় ১৯ পদের মধ্যে ১৫টিতেই জয় পেয়েছেন প্যানেলটির প্রার্থীরা। কার্যকরী সদস্যের ৬ পদের ৫টিতেই জয় পেয়েছে শিবির প্যানেল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...