শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ৪৩
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ৪৮

রাজধানীর যাত্রাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়সহ বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ করেন লেখক, সাংবাদিক ঢাকা কালচারাল একাডেমির চেয়ারম্যান সাইফুল ইসলাম মিঠু। মঙ্গলবার স্কুল শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে সঠিক মাপ ও সঠিক রঙের পতাকা তুলে দেন তিনি।

বিজ্ঞাপন

এসময় সাইফুল ইসলাম মিঠু বলেন, জাতীয় পতাকা আমাদের গৌরবের প্রতিক। জাতীয় পতাকার সঠিক মাপ সম্পর্কে অনেকেই সচেতন নন। পতাকার সঠিক মাপ, সঠিক রং সম্পর্কে সচেতনতা ও জাতীয় পতাকার প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা থাকা জরুরি। নতুন প্রজন্মকে সচেতন করতে এ উদ্যোগ গ্রহণ করেছি।

এদিন স্কুল, কলেজ ও মাদরাসায় জাতীয় পতাকা বিতরণকালে শিক্ষার্থীদের আনন্দ উল্লাস করতে দেখা যায়। বিরাজ করে এক উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- যাত্রাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, বিশিষ্ট সমাজসেবক তাজুল ইসলাম, শিক্ষক পারভীন সাথী, বিথিকা বিশ্বাস, নাইমুর রহমান জীবন ও স্থানীয় বিশিষ্টজনরা।

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত