আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এই পরীক্ষা আগামী ৫ জানুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার আগামী বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করায় ওই দিনের নির্ধারিত জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাটি আগামী ৫ জানুয়ারি ২০২৬, সোমবার যথাসময়ে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে সরকার তিন দিনের (৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি) রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।

শোক চলাকালীন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন