আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চার শিল্পীর এক অ্যালবাম

বিনোদন রিপোর্টার

চার শিল্পীর এক অ্যালবাম

প্রকাশিত হচ্ছে গানশালা নিবেদিত এক নির্ঝরের গানের নতুন অ্যালবাম ‘বুঝলাম’। এনামুল করিম নির্ঝরের কথা-সুরে এই অ্যালবামে রয়েছে মোট চারটি নতুন গান। গেয়েছেন এই সময়ের চার জনপ্রিয় শিল্পী সোমনুর মনির কোনাল, মাশা ইসলাম, দোলা রহমান ও অন্তরা রহমান। অ্যালবামে ‘দৃশ্যের ছায়া’ গানটি গেয়েছেন সোমনুর মনির কোনাল। একইভাবে ‘বুঝলাম’ মাশা ইসলাম, ‘বোঝাপড়া শব্দটা’ অন্তরা রহমান এবং ‘থাকলে সাহস’ গানটি গেয়েছেন দোলা রহমান। ব্লুজ ঘরানার এই চারটি গানে বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে আত্মদ্বন্দ্ব ও একাকিত্বের বৈচিত্র্যময় অনুভূতি। কথা, সুর আর দৃশ্য পরিবেশনায় একধরনের নৈঃশব্দ্যের সৌন্দর্য রয়েছে, যা শ্রোতাকে গভীরভাবে আকর্ষণ করবে। গানগুলোর সংগীতায়োজন করেছেন অটমনাল মুন।

অ্যালবামটি প্রসঙ্গে এনামুল করিম নির্ঝর বলেন, ‘অনেক দিন থেকেই একটা অনিশ্চিত সময় কাটাচ্ছি। ঠিক যেটা চাই, সেটার সঙ্গে বাস্তবতা মিলছে না। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে মুনের সঙ্গে আলাপ করতে গিয়ে মনে হলো, কথা নিয়ে তো আমরা চেষ্টা করছিই, সুর ও সংগীতায়োজনের ধরনে যদি আরেকটু বৈচিত্র্য আনা যায়, তাহলে শিল্পীরা আত্মিকভাবে কথার সঙ্গে নিজের বাস্তবতার সঙ্গে সংযুক্ত হতে পারে। সে চিন্তা থেকেই ব্লুজ ঘরানাকে বেছে নেওয়া—সবাইকে শোনার আমন্ত্রণ।’

বিজ্ঞাপন

গতকাল প্রকাশিত হয়েছে অ্যালবামের প্রথম গান। প্রতি সপ্তাহে একটি করে গান প্রকাশিত হতে যাচ্ছে। জনপ্রিয় সংগীতশিল্পী সোমনুর মনির কোনালের গাওয়া ‘দৃশ্যের ছায়া’ গানটি দিয়ে শুরু হলো এর প্রকাশযাত্রা। ‘বুঝলাম’ অ্যালবামের গানগুলো প্রকাশিত হচ্ছে গানশালা—ইকেএনসি ইউটিউবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন