খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালনের অংশ হিসেবে মঙ্গলবার থেকে টানা তিন দিন সকল অনুষ্ঠান বন্ধ রেখেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
মঙ্গলবার দুপুরে শিল্পকলা একাডেমির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। একইসঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষে মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
রাষ্ট্রীয় শোক ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এই চিরস্মরণীয় রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান ২রা জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। ৩রা জানুয়ারি থেকে সকল কর্মসূচি চালু থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

