আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্থগিত হওয়া ফরিদা পারভীনের স্মরণ অনুষ্ঠান আগামীকাল

বিনোদন রিপোর্টার

স্থগিত হওয়া ফরিদা পারভীনের স্মরণ অনুষ্ঠান আগামীকাল

গত ১৩ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী ফরিদা পারভীন। মৃত্যুর পর প্রথম জন্মদিনে তাঁকে স্মরণ করতে বিশেষ আয়োজন করেছে তাঁর হাতেগড়া সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘অচিন পাখি সংগীত একাডেমি’।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টায় এই আয়োজন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

মূলত গত ৩১ ডিসেম্বর লালন সম্রাজ্ঞীর ৭১তম জন্মদিনেই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক পালনের কারণে তা স্থগিত করা হয়। পরে নতুন তারিখে এই স্মরণানুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ফরিদা পারভীনের স্বামী ও নন্দিত বংশীবাদক গাজী আবদুল হাকিম জানিয়েছেন, শিল্পীকে শ্রদ্ধা জানাতেই এই বিশেষ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানের উদ্বোধন করবেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। সভাপতিত্ব করবেন গাজী আবদুল হাকিম।

উল্লেখ্য, ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সংগীত গাইতে শুরু করেন ফরিদা পারভীন। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সংগীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ফরিদা পারভীন ১৯৮৭ সালে একুশে পদক পান। শিশুদের লালন সংগীত শিক্ষার জন্য ‘অচিন পাখি স্কুল’ নামে একটি গানের স্কুল গড়ে তুলেছেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন