আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আগামীকাল থেকে চলবে শিল্পকলার নিয়মিত কার্যক্রম

বিনোদন রিপোর্টার

আগামীকাল থেকে চলবে শিল্পকলার নিয়মিত কার্যক্রম

রাষ্ট্রীয় শোকপালন শেষে আগামীকাল, রোববার থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পূর্বনির্ধারিত সকল অনুষ্ঠান ও প্রদর্শনী নিয়মিতভাবে চলবে।

মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে ২০ ডিসেম্বর, শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় গতকাল ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল, যা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর ছিল।

বিজ্ঞাপন

২০ ডিসেম্বর দুপুরে একাডেমির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি দেওয়া হয়। তাতে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের সকল দর্শক, শুভাকাঙ্ক্ষী এবং সংবাদকর্মীদের অবগতির জন্যে জানাচ্ছে যে, রাষ্ট্রীয় শোকপালন শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পূর্বনির্ধারিত অনুষ্ঠান ও প্রদর্শনী আগামীকাল ২১ ডিসেম্বর থেকে নিয়মিত চলবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন