আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানের মডেল ও অভিনেত্রী হুমাইরার লাশ উদ্ধার

আমার দেশ অনলাইন
পাকিস্তানের মডেল ও অভিনেত্রী হুমাইরার লাশ উদ্ধার

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার করাচির ডিফেন্স ফেজ-৬ এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। সামাটিভি এতথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, হুমাইরা গত সাত বছর ধরে ওই ফ্ল্যাটে থাকতেন। তিনি ২০১৮ সালে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন কিন্তু ২০২৪ সালে ভাড়া দেওয়া বন্ধ করে দেন বলে জানা গেছে। ভাড়া না দেওয়ার কারণে, বাড়িওয়ালা ক্যান্টনমেন্ট বোর্ড ক্লিফটনে (সিবিসি) একটি আইনি মামলা দায়ের করেন।

ফাইল ছবি

মঙ্গলবার আদালতের আদেশ কার্যকর করতে এসে ফ্ল্যাটের ভেতরে হুমাইরার পচা মৃতদেহ দেখতে পান। উদ্ধারকারী দল পরে মৃতদেহটি জিন্নাহ হাসপাতালে স্থানান্তরিত করে, যেখানে ময়নাতদন্ত করা হবে। পুলিশ জানিয়েছে যে মহিলার বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে মনে হচ্ছে।

পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের পর তবেই মৃত্যুর কারণ জানা যাবে। তবে কর্তৃপক্ষ জানায়, সম্ভবত ১৫ থেকে ২০ দিন আগের পুরনো লাশ। তার মানে ১৫ থকে ২০ দিন আগে হয়তো মারা গেছেন হুমাইরা আসগর।

বিখ্যাত রিয়েলিটি শো ‘তামাশা ঘর’ এবং ‘জালাইবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেছিলেন অভিনেত্রী হুমাইরা আসগর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন