বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ১২ দিনব্যাপী 'নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী'। এবার ৬৮১জন শিল্পীর ১ হাজার ৩৯৩টি শিল্পকর্ম জমা পড়েছে। সেখান থেকে বাছাই কমিটি ১৯১ জন শিল্পীর ২১৫টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচন করেছে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল ১১ ডিসেম্বর, বিকাল ৪.০০টায় অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রদর্শনীর শুভ উদ্বোধন করবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বরেণ্য কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ রেজাউদ্দিন আহমেদের (রেজাউদ্দিন স্টালিন) সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বরেণ্য শিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তার এবং অধ্যাপক মোস্তাফিজুল হক।
এই প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যম যেমন: চিত্রকলা, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ চারুশিল্পের প্রায় সকল মাধ্যমের শিল্পকর্ম অন্তর্ভুক্ত রয়েছে।
প্রদর্শনীর শিল্পকর্ম বাছাই কমিটির সম্মানিত সদস্যরা হলেন: শিল্পী অধ্যাপক নাইমা হক, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শিল্পী তরুণ ঘোষ, শিল্পী ড. মোহাম্মদ আলী, ডীন, চারুকলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শিল্পী আজমীর হোসাইন, শিল্পী আসমিতা আলম শাম্মী, সহকারী অধ্যাপক, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২টি বিশেষ কিউরেটেড শিল্প-উপস্থাপনা এবারের ‘২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২৫’ এর বিশেষ সংযোজন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আমন্ত্রণে প্রতিবারের মতো এবারেও প্রদর্শনীতে বাংলাদেশের মোট ৮টি বিশ্ববিদ্যালয় যেমন: ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এর চারুকলা অনুষদ এবং শিল্পশিক্ষা প্রতিষ্ঠান বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা) তাদের শিল্পকর্মের ‘কিউরেটেড শো’ উপস্থাপন করেছে।
এবারের আয়োজনে নতুন সংযোজন ‘রূপান্তর’ শিরোনামে ১২ জন আমন্ত্রিত তরুণ শিল্পীর কিউরেটেড উপস্থাপনা। উল্লেখ্য আন্তর্জাতিক দৃশ্যশিল্পের প্রদর্শনীতে বাছাইকৃত শিল্পীদের এমন কিউরেটেড প্রদর্শনীর প্রচলন দীর্ঘদিনের হলেও বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই উদ্যোগ এবারই প্রথম। কিউরেটর মঞ্জুর আহমেদ-কে একাডেমি কর্তৃক কিউরেটর হিসাবে নিযুক্ত করা হয়েছিল। তাঁর অধীনে আরও ৩ জন সহকারি কিউরেটর অন্তর্ভুক্ত করে এই ‘কিউরেটেড শো’ সম্পন্ন করা হয়েছে।
উন্মুক্ত আহ্বানের মাধ্যমে বাছাইকৃত ১৯১ জন শিল্পীকে পুরস্কারের আওতায় এনে মোট ১০টি শিল্পকর্মের জন্য পুরস্কার প্রদান করা হবে, যারমধ্যে শ্রেষ্ঠ পুরস্কার ‘নবীন শিল্পী চারুকলা পুরস্কার ২০২৫’ হিসেবে নগদ ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা ও ১টি গোল্ড কোটেড মেডেল, ২য় পুরস্কার নগদ ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, ৩য় পুরস্কার নগদ ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা এবং সম্মানসূচক পুরস্কার ৭টি প্রতিটির মূল্যমান ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকা। নীতিমালাতে সম্মানসূচক পুরস্কার ৫টির ঘোষণা থাকলেও, সম্মানিত জুরি কমিটির সুপারিশে ও মহাপরিচালক মহোদয়ের সম্মতিতে ২টি সম্মানসূচক পুরস্কার বৃদ্ধি করা হয়েছে।
পুরস্কার মনোনয়নের জন্য বিচারকমণ্ডলীর সভাপতি হিসেবে ছিলেন অধ্যাপক মোস্তাফিজুল হক, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজ, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়। বিচারকমণ্ডলীর অন্য সদস্যরা হলেন শিল্পী রেজা আসাদ আল হুদা অনুপম, সহযোগী অধ্যাপক, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশিষ্ট চারুশিল্পী আনিসুজ্জামান সোহেল ও ইয়াসমিন জাহান নূপুর, শিল্পী ইমাম হোসেন সুমন, সহকারী অধ্যাপক, চারুকলা অনুষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী’ হলো চারুকলা বিষয়ক একটি নিয়মিত জাতীয় আয়োজন। ১৯৭৫ সাল থেকে শুরু হয়ে অদ্যাবধি দেশের শিল্পকলা বিকাশে এ আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে। বরেণ্য বহু শিল্পী এ প্রদর্শনীর মাধ্যমে তাঁদের সৃজনশীল প্রতিভা প্রকাশের মাধ্যমে পরিচিতি লাভ করেন। এছাড়াও পরবর্তীকালে তাঁরা চারুশিল্পে দেশে-বিদেশে পুরস্কৃত ও প্রশংসিত হয়েছেন। বাংলাদেশের সুনাম অর্জনে ভূমিকা রেখেছেন।
উল্লেখ্য, একাডেমির প্রথম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন ও বরেণ্য চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসান। এবার অনুষ্ঠিত হচ্ছে নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর ২৪তম আয়োজন, ১১-২২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জাতীয় চিত্রশালা ২, ৩, ৪, ৬ ও ৭ নম্বর গ্যালারিতে ১২ দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
প্রদর্শনী উপলক্ষে আজ ১০ ডিসেম্বর ১১:৩০ ঘটিকায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বরেণ্য কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

