আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউজিসি সদস্য হিসেবে অধ্যাপক ড. সাইদুর রহমানের যোগদান

গত ৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অধ্যাপক সাইদুর রহমানকে চার বছরের জন্য কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

স্পোর্টস রিপোর্টার
ইউজিসি সদস্য হিসেবে অধ্যাপক ড. সাইদুর রহমানের যোগদান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করেছেন ড. মো. সাইদুর রহমান। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বিশিষ্ট গ্রাফ অ্যালগরিদম গবেষক।

বিজ্ঞাপন

মঙ্গলবার ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য অধ্যাপক ড. তানজীমউদ্দিন খান এর নিকট যোগদানপত্র পেশ করেন।

গত ৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অধ্যাপক সাইদুর রহমানকে চার বছরের জন্য কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এ নিয়োগাদেশ তার যোগদানের তারিখ হতে কার্যকর হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন