আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৫৪৮৯ অংগ্রহণকারীর ৭৩ শতাংশ গ্রাম ও ২৭ ভাগ শহরের

ব্র্যাকের মোবাইল জরিপ: ইউনূস সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ৭০ শতাংশ মানুষের

স্টাফ রিপোর্টার
ব্র্যাকের মোবাইল জরিপ: ইউনূস সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ৭০ শতাংশ মানুষের

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছেন ৭০ শতাংশ মানুষ।

এ বছরের জুলাইয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও বিআইজিডির (ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট) যৌথ জনমত জরিপে এই প্রত্যাশার কথা জানায় জনমতে অংশগ্রহণকারীরা।

বিজ্ঞাপন

সোমবার রাজধানীর আগারগাও জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে মিট দ্যা প্রেস আয়োজন করে ভয়েস ফর রিফর্ম-এর উদ্যোগে জরিপটি সম্পর্কে জানানো হয়।

জরিপটিতে ১৫ শতাংশ মানুষ নির্বাচন সুষ্ঠু হবে না বলে ভোট দেন। ১৪ শতাংশ জানি না বলে ভোট দেন। আর ১ শতাংশ কোনো মন্তব্য জানায়নি।

মোবাইলে ফোন করে জনমত গ্রহণের মাধ্যমে জরিপটি করা হয়।

জরিপে অংশগ্রহণ করে ৬৪টি জেলার ৫ হাজার ৪ শত ৮৯ জন মানুষ। জরিপে অংশগ্রহণ করে আঠারো বছরের বেশি বয়সী মানুষ। যাদের ৭৩ শতাংশ গ্রামের এবং ২৭ শতাংশ শহরে বসবাসকারী মানুষ। জরিপে অংশগ্রহণকারী নারী ও পুরুষের অনুপাত যথাক্রমে ৪৭ ও ৫৩ শতাংশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন