আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাবি স্টেশনে দুই দিন থামবে না মেট্রোরেল

প্রতিনিধি, ঢাবি
ঢাবি স্টেশনে দুই দিন থামবে না মেট্রোরেল

ডাকসু নির্বাচনে প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছে, ভোটের ৭ দিন আগে থেকে হলে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ৮-৯ সেপ্টেম্বর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে এবং ক্যাম্পাসে শুধুমাত্র বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীদের প্রবেশাধিকার থাকবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বেলা সোয় ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে।

নির্বাচনকে ঘিরে তিন স্তরের নিরাপত্তাবলয় গঠন করা হয়েছে। রিটার্নিং অফিসারদের তথ্য অনুযায়ী— প্রথম স্তরে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রক্টোরিয়াল বডি ও ডিএনসিসির ২০০ সদস্য দায়িত্ব পালন করবে ৮টি ভোটকেন্দ্রে; দ্বিতীয় স্তরে মোতায়েন থাকবে পুলিশ; তৃতীয় স্তরে থাকবে সেনাবাহিনী, যারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৫ মিনিটের মধ্যে যেকোনো কেন্দ্রে পৌঁছাতে পারবে। ভোট শেষে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত সেনাবাহিনী ভোটকেন্দ্র নিয়ন্ত্রণে রাখবে।

এছাড়া ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীও নিশ্চিত করেছেন যে তারা ডাকসু নির্বাচন কমিশনের নির্দেশনাতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা জোরদারে কাজ করবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের ৭ দিন আগে থেকে হলে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না। ঢাক বিশ্ববিদ্যালয় স্টেশনে ৮-৯ সেপ্টেম্বর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে এবং ক্যাম্পাসে শুধুমাত্র বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীদের প্রবেশাধিকার থাকবে।

এদিন রিটার্নিং অফিসারগণ বৈঠকে প্রার্থীদের স্মরণ করিয়ে দেন, প্রচারণা যেনো শিক্ষা-গবেষণা ও নিয়মিত পাঠ্যকার্যক্রম ব্যাহত না করে। মুক্তিযুদ্ধ, শহীদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো অসম্মানজনক আচরণ করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোনো শিক্ষার্থীর লিঙ্গ, ধর্ম বা জাতিগত পরিচয়ে আঘাত আনলে প্রার্থীর মনোনয়ন, আবাসিক সিট ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করা হবে। এছাড়া অনলাইনে হেইট স্পিচ ও হয়রানি চালানো হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থী যদি সচেতন থাকে, তবে আমরা সুন্দরভাবে ডাকসু নির্বাচন সম্পন্ন করতে পারবো। ইতিহাসের এই সন্ধিক্ষণে সমগ্র দেশ আমাদের দিকে তাকিয়ে আছে। তাই আশা করবো, সবাই মিলেই একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের নির্বাচনী ঐতিহ্য গড়ে তুলবেন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন