শরিফ ওসমান হাদির মৃত্যুর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বাংলাদেশের কোটি তরুণ-যুবার প্রাণে তুমি চিরদিন বেঁচে থাকবে। বৃহস্পতিবার রাতে ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
ফেসবুকে তাজুল ইসলাম লেখেন, ‘মাত্র কয়দিন আগে আমাদের নিরাপত্তার প্রার্থনা করে
তুমি তো নিজেই স্বার্থপরের মতো হাসতে হাসতে
জীবনের বেড়াজাল ছিন্ন করে
জিব্রাঈলের বিস্তৃত ডানায় ভর করে
পৌঁছে গেলে স্রষ্টার কাছাকাছি।
কোন ঘাতকের বুলেট আর কোনদিন তোমার নিরাপত্তা ভেদ করতে পারবে না!
বাংলাদেশের কোটি তরুণ-যুবার প্রাণে তুমি চিরদিন বেঁচে থাকবে।
ঘাতকেরা বুঝেনি- হাদীদের কখনো হত্যা করা যায়না, পরাজিত করা যায়না।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

