বিশ্ব ইজতেমায় ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালকের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ১৫: ৫৮

বিশ্ব ইজতেমায় ইসলামিক মিশন বিভাগের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান।

বৃহস্পতিবার দুপুরে ইজতেমা মাঠে আয়োজিত ক্যাম্প উদ্বোধন করে রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করেন মহাপরিচালক।

বিজ্ঞাপন

এরপর তিনি ইসলামিক ফাউন্ডেশনের টঙ্গী যাকাত বোর্ড শিশু হাসপাতাল পরিদর্শন করেন।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের ইসলামিক মিশন বিভাগের পরিচালক ড. শাহানা আফরোজ, যাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। চলছে নানা আনুষ্ঠানিকতা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত