শিক্ষাপ্রতিষ্ঠানের অস্থিরতা দ্রুতই সমাধান হয়ে যাবে: শিক্ষা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ০২

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তবে দ্রুতই এর সমাধান হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, গত কয়েকদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, সে বিষয়ে মন্ত্রণালয় অবহিত রয়েছে। অবশ্যই তার দ্বারা স্বাভাবিক শিক্ষাকার্যক্রম কিছুটা বিঘ্নিত হচ্ছে। সেটাতে আমরা যথেষ্ঠরকমভাবে উদ্বিগ্ন।

তবে আমরা এটা মনে করি, যেকোন সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। সেই সমাধানের দিকেই এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি দ্রুতই সমাধান হয়ে যাবে। বিভিন্ন দলের অবস্থান বদলিয়ে সর্বজনগ্রাহ্য একটা সমাধানে তারা আসতে পারবেন।

যত দ্রুত এটা হয় ততই মঙ্গলকর, এক্ষেত্রে মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ রেখেছে। আমাদের কোন সাহায্য-সহযোগিতার প্রয়োজন হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা করা হবে।

ধৈর্য্য ও সহিষ্ণুতার সঙ্গে সমাধান খুঁজে পাওয়ার দিকে ধাবিত হওয়ার আহবান জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, এ ধরণের পরিস্থিতি কারও কাম্য নয়। শিক্ষক-ছাত্র এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এটা চান না। সেজন্য খুব দ্রুততম সময়ের মধ্যে এগুলোর সমাধান করে ফেলার আহবান থাকবে। সেখানে স্থানীয় প্রশাসন সহযোগিতার হাত বাড়াচ্ছে, কোন কোন ক্ষেত্রে স্থানীয় কমিউনিটিও এগিয়ে এসেছেন। তাই আমার মনে হয় খুব দ্রুতই এর সমাধান হবে। আমাদের দিক থেকে যতটুকু করণীয় তা করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত