স্টাফ রিপোর্টার
শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তবে দ্রুতই এর সমাধান হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিয়ে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, গত কয়েকদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, সে বিষয়ে মন্ত্রণালয় অবহিত রয়েছে। অবশ্যই তার দ্বারা স্বাভাবিক শিক্ষাকার্যক্রম কিছুটা বিঘ্নিত হচ্ছে। সেটাতে আমরা যথেষ্ঠরকমভাবে উদ্বিগ্ন।
তবে আমরা এটা মনে করি, যেকোন সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। সেই সমাধানের দিকেই এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি দ্রুতই সমাধান হয়ে যাবে। বিভিন্ন দলের অবস্থান বদলিয়ে সর্বজনগ্রাহ্য একটা সমাধানে তারা আসতে পারবেন।
যত দ্রুত এটা হয় ততই মঙ্গলকর, এক্ষেত্রে মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ রেখেছে। আমাদের কোন সাহায্য-সহযোগিতার প্রয়োজন হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা করা হবে।
ধৈর্য্য ও সহিষ্ণুতার সঙ্গে সমাধান খুঁজে পাওয়ার দিকে ধাবিত হওয়ার আহবান জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, এ ধরণের পরিস্থিতি কারও কাম্য নয়। শিক্ষক-ছাত্র এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এটা চান না। সেজন্য খুব দ্রুততম সময়ের মধ্যে এগুলোর সমাধান করে ফেলার আহবান থাকবে। সেখানে স্থানীয় প্রশাসন সহযোগিতার হাত বাড়াচ্ছে, কোন কোন ক্ষেত্রে স্থানীয় কমিউনিটিও এগিয়ে এসেছেন। তাই আমার মনে হয় খুব দ্রুতই এর সমাধান হবে। আমাদের দিক থেকে যতটুকু করণীয় তা করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তবে দ্রুতই এর সমাধান হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিয়ে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, গত কয়েকদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, সে বিষয়ে মন্ত্রণালয় অবহিত রয়েছে। অবশ্যই তার দ্বারা স্বাভাবিক শিক্ষাকার্যক্রম কিছুটা বিঘ্নিত হচ্ছে। সেটাতে আমরা যথেষ্ঠরকমভাবে উদ্বিগ্ন।
তবে আমরা এটা মনে করি, যেকোন সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। সেই সমাধানের দিকেই এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি দ্রুতই সমাধান হয়ে যাবে। বিভিন্ন দলের অবস্থান বদলিয়ে সর্বজনগ্রাহ্য একটা সমাধানে তারা আসতে পারবেন।
যত দ্রুত এটা হয় ততই মঙ্গলকর, এক্ষেত্রে মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ রেখেছে। আমাদের কোন সাহায্য-সহযোগিতার প্রয়োজন হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা করা হবে।
ধৈর্য্য ও সহিষ্ণুতার সঙ্গে সমাধান খুঁজে পাওয়ার দিকে ধাবিত হওয়ার আহবান জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, এ ধরণের পরিস্থিতি কারও কাম্য নয়। শিক্ষক-ছাত্র এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এটা চান না। সেজন্য খুব দ্রুততম সময়ের মধ্যে এগুলোর সমাধান করে ফেলার আহবান থাকবে। সেখানে স্থানীয় প্রশাসন সহযোগিতার হাত বাড়াচ্ছে, কোন কোন ক্ষেত্রে স্থানীয় কমিউনিটিও এগিয়ে এসেছেন। তাই আমার মনে হয় খুব দ্রুতই এর সমাধান হবে। আমাদের দিক থেকে যতটুকু করণীয় তা করা হবে।
আগামী শুক্র ও শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে। এ জন্য ঢাকা কাস্টমস হাউসের সব শুল্ক দলের অফিস খোলা থাকবে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
৩৭ মিনিট আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট চেয়ে জটিলতা তৈরি করছে বিএনপি। নভেম্বরে গণভোট হলে নির্বাচনের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় থাকবে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগেসেন্টমার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে সরকার নতুন ১২ নির্দেশনা জারি করেছে। বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা হতে ১২টি নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপন জারি করা হয়।
১ ঘণ্টা আগেপর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।
২ ঘণ্টা আগে