আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হারানো এনআইডি উঠাতে লাগবে না জিডি

স্টাফ রিপোর্টার

হারানো এনআইডি উঠাতে লাগবে না জিডি

কোনো নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারালে থানায় সাধারণ ডায়েরি-জিডি ছাড়াই তা উঠানো যাবে। নির্বাচন কমিশন (ইসি) বুধবার সভা করে এ সিদ্ধান্ত নিয়েছে।

আমার দেশকে এনআইডি অনুবিভাগের ডিজি এ এস এম হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বৈধ একজন এনআইডিধারী ব্যক্তির পরিচয়পত্র হারালে তাকে জিডি করা বাধ্যতামূলক ছিল। এ নিয়ে নাগরিকের অনেক ভোগান্তি পোহাতে হতো। আমি দায়িত্ব নিয়ে ছোটখাটো এ ধরনের ভোগান্তি লাঘবে কমিশনের সঙ্গে পরামর্শ করি; ওনারা আমার নিবেদন রেখেছেন। আমি কমিশনকে সব ক্রেডিট দিতে চাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন