পাকিস্তান থেকে দুটি কনটেইনারে আসা ২৪ হাজার ৯৬০ কেজি বা ছয় কোটি ৫০ লাখ টাকার আমদানি নিষিদ্ধ পপি বীজ জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
চালানটি গত ৯ অক্টোবর বন্দরে আসে এবং পরে তা নেওয়া হয় ছাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেডের অফডকে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম কাস্টমস।
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা চট্টগ্রামের কোরবানিগঞ্জের মেসার্স আদিব ট্রেডিংয়ের নামে আসা চালানটি আটক করে।
বিষয়টি নিশ্চিত করে কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এইচএম কবির জানান, পণ্য চালানটির ঘোষিত মূল্য ছিল ৩০ লাখ ২ হাজার ৪৮২ টাকা। কিন্তু কায়িক পরীক্ষায় পাওয়া পণ্যের বাজারমূল্য ছয় কোটি ৫০ লাখ টাকা।
চালান খালাসের জন্য সিঅ্যান্ডএফ এজেন্ট এমএইচ ট্রেডিং ১৪ অক্টোবর কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করে। তবে সন্দেহজনক তথ্য পাওয়ায় খালাস স্থগিত করা হয়। এরপর ২২ অক্টোবর কায়িক পরীক্ষায় কনটেইনার দুটি থেকে ৭ হাজার ২০০ কেজি বার্ড ফুড ও ২৪ হাজার ৯৬০ কেজি পপি সিড উদ্ধার করা হয়। কনটেইনারের মুখে বার্ড ফুড সাজিয়ে রেখে ভেতরে পপি সিড লুকিয়ে রাখা হয়েছিল।
নমুনা পরীক্ষার জন্য উদ্ভিদ সংগনিরোধ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষায় এটি নমুনা পপি সিড হিসেবে শনাক্ত হয়। পপি সিড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ‘ক’ শ্রেণির মাদক হিসেবে বিবেচিত। আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর অনুচ্ছেদ ৩(১) (খ) অনুসারে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে পপি সিড।
পপি সিড সাধারণত হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন দেশে এর ব্যবহার নিয়ন্ত্রিত থাকলেও বাংলাদেশে এটি আমদানি ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ।
ঘটনায় সংশ্লিষ্ট আমদানিকারকের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

