প্রাথমিকের শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি ১৭ অক্টোবর

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৪৫
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২২: ১৭

সহকারী শিক্ষকদের এন্ট্রিপদে বেতন ১১ তম গ্রেডে নির্ধারণসহ তিন দাবিতে আমরণ অনশন কর্মসূচি পিছিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। নতুন ঘোষণা অনুযায়ী ১৭ অক্টোবর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এই আমরণ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর আগে ২৬ সেপ্টেম্বর থেকে এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল।

মঙ্গলবার বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মো. আনিসুর রহমান স্বাক্ষতির এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সংগঠন নিয়ে মঙ্গলবার অনলাইন মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী হিন্দু ধর্মাবলম্বীদের পূজা, আবহাওয়ার প্রতিকূলতা, প্রধান উপদেষ্টার বিদেশে অবস্থান এবং আমরণ অনশন কর্মসূচির গুরুত্ব ও সর্বোচ্চ অংশগ্রহণের সুবিধার্থে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া কর্মসূচির তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত হয়। সবার সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ অক্টোবর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এই আমরণ অনশণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সহকারী শিক্ষকরা তিনদফা দাবিতে আন্দোলন করে আসছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- সহকারী শিক্ষকদের এন্ট্রিপদে বেতন ১১ তম গ্রেডে নির্ধারণ, চাকরির শুরু থেকে ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত