আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াতপন্থিদের নিয়ে বিজয় দিবস উদযাপন করায় তোপের মুখে পবিপ্রবি উপাচার্য

আমার দেশ অনলাইন

জামায়াতপন্থিদের নিয়ে বিজয় দিবস উদযাপন করায় তোপের মুখে পবিপ্রবি উপাচার্য

মহান বিজয় দিবস অনুষ্ঠানে জামায়াত ও ছাত্রশিবিরপন্থিদের নিয়ে উদযাপন করায় বিএনপিপন্থি শিক্ষক-শিক্ষার্থীদের তোপের মুখে পড়লেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

অনুষ্ঠান বয়কটসহ বিক্ষোভ প্রদর্শন করে এর প্রতিবাদ জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের নেতৃত্বে বিএনপিপন্থি শিক্ষক-শিক্ষার্থীরা। পরবর্তীতে আলাদাভাবে বিজয় দিবস উদযাপন করেন তারা।

বিজ্ঞাপন

এ সময় ক্যাম্পাসের হেলথ কেয়ার সংলগ্ন স্থানে তাদের লক্ষ্য করে নানা স্লোগান দেন বিএনপি-ছাত্রদলপন্থি শিক্ষক ও শিক্ষার্থীরা।

তারা উপাচার্যসহ জামায়াত-শিবিরপন্থি শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে রাজাকারের আস্তানা এ ক্যাম্পাসে হবে না, রাজাকারের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও বলে স্লোগান দেন। পরে সকাল সাড়ে ১০টায় উপ-উপচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান ও বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউট্যাবের পবিপ্রবির সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদের নেতৃত্বে একটি বিজয় র‌্যালি বের হয়। সেখানেও রাজাকারবিরোধী নানা স্লোগান দেওয়া হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফসহ জামায়াত-ছাত্রশিবিরপন্থি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে পুষ্পস্তবক অর্পণের জন্য শহীদ মিনারের উদ্দেশে রওনা দেন।

এ বিষয়ে পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, বিজয়ের মতো মহান দিবসকে উপাচার্য একাত্তরের পরাজিত শক্তিকে নিয়ে উদযাপন করবে, এটা সহ্য করা যায় না। এ ছাড়া অনেক দিন তাকে সতর্ক করা হয়েছে।

অভিযোগের বিষয়ে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, এটা জাতীয় প্রোগ্রাম। আমরা সবাইকে দাওয়াত দিয়েছিলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন