এমপিওভুক্তির দাবিতে শিক্ষা উপদেষ্টার দপ্তরের সামনে অনশন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৩৭
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৪৫

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার দপ্তরের সামনে অনশন কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। অনশন কর্মসূচিতে ১৫ থেকে ২০ জন শিক্ষক রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশসহ প্রশাসনের কর্মকর্তাও রয়েছেন।

রোববার সকালে বাংলাদেশ নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষদের ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষদের সভাপতি মো. জমির উদ্দিন চৌধুরী বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বাধ্য হয়ে আমরা আজ সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার দপ্তরের সামনে অনশনে বসেছি।

সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ সংরক্ষিত এলাকায় একসঙ্গে এতোজন প্রবেশ করার ব্যাপারে সংগঠনের এক নেতা বলেন, আত্মীয় ও শিক্ষার্থীর সহায়তায় আমরা সচিবালয়ে প্রবেশ করতে পেরেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে সরব না।

বাংলাদেশ নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদের নেতারা অভিযোগ করেন, ২০ থেকে ২৫ বছর ধরে বেতন ছাড়া শিক্ষকতা করে আসছেন তারা। স্বীকৃতি প্রদানের সময় প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করা হলেও এমপিওভুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।

শিক্ষকরা আরো বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বাধ্য হয়েই আজ শিক্ষা উপদেষ্টার দপ্তরের সামনে অনশনে বসতে হয়েছে।

শিক্ষক-কর্মচারীদের দাবি স্বীকৃতি-প্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তি করতে হবে। তারা বলছেন, ২০২১ খ্রিষ্টাব্দে অযৌক্তিক এমপিও নীতিমালা ও জনবল কাঠামো দিয়ে ফ্যাসিস্ট সরকার বৈষম্য সৃষ্টি করেছিলো। তাই অবিলম্বে আমাদের দাবি মেনে নিতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত