আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লন্ডনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানালেন রাজপরিবারের প্রতিনিধি

অলিউল্লাহ নোমান, লন্ডন থেকে

লন্ডনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানালেন রাজপরিবারের প্রতিনিধি

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটের দিকে তাঁকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেছে।

বিজ্ঞাপন
Yunus-2

প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে ব্রিটিশ রাজপরিবারের প্রতিনিধি ও হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা বিমানবন্দর ও হোটেলের সামনে বিক্ষোভ করতে চাইলে ব্রিটিশ পুলিশ অনুমতি দেয়নি। আওয়ামী লীগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ করবে।

প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরকে স্বাগত জানিয়ে বৃটিশ বাংলাদেশিদের পক্ষ থেকে পূর্ব লন্ডনের শহীদ আলতাব আলী পার্কে আজ স্থানীয় সময় বিকেল ৫টায় এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। বিভিন্ন সামাজিক সংগঠন এই সমাবেশের আয়োজন করেছে।

সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৪ জুন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক সফর সম্পর্কে ব্রিফিংয়ে জানান, প্রধান উপদেষ্টাকে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হবে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, অন্যান্য সিনিয়র মন্ত্রী, রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিত্বরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ইউনূসকে রাজা তৃতীয় চার্লস ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’-এর জন্য মনোনীত করেছেন। জনগণ এবং পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব এবং সম্প্রীতি প্রচারে তার আজীবন কাজের সম্মানার্থে এ পুরস্কারে ভূষিত করা হবে। ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...