মাউশি ডিজি অধ্যাপক আজাদ খানের পদত্যাগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ২০: ৩২

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান পদত্যাগ করেছেন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মাউশি’র ডিজি পদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক আজাদ খান।

বিজ্ঞাপন

এর আগে মাউশির নতুন ডিজি নিয়োগের জন্য গত সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ-১) উপ-সচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে কাজ করতে আগ্রহী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীকে সৎ,দায়িত্বপরায়ণ ও প্রশাসনিক কাজে দক্ষ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণের ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর থাকা আবশ্যক।

মূলত-এর পরিপেক্ষিতেই ডিজি পদে থাকার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ায় অধ্যাপক মুহাম্মদ আজাদ খান পদত্যাগ করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিষয়ে আজাদ খান আমার দেশকে বলেন, সোমবার যেহেতু ডিজি নিয়োগের জন্য সরকার বিজ্ঞপ্তি দিয়েছে, তাই এ পদে থাকাটা অসম্মানজনক মনে করছি। সেজন্য ডিজি পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছি। এই আবেদন কার্যকর না হওয়া পর্যন্ত রুটিন দায়িত্ব পালন করবো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার চাইলে যে কোন জায়গায় আমাকে নিয়োগ দিতে পারে। কোথাও নিয়োগ না দিলে চাকরি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেব। একইসঙ্গে এ ধরণের অপমানজনক বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে একটি মামলা করারও চিন্তা রয়েছে তার।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ও জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে গত ১৯ ফেব্রুয়ারি মাউশির ডিজি পদে দায়িত্ব দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত