অতিরিক্ত আইজিপিসহ ৫২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১৯: ০৮
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ২০: ৪০

পুলিশের ১৮ জন অতিরিক্ত মহাপরিদর্শক, ১২ জন ডিআইজি, ৬ অতিরিক্ত ডিআইজি ও ১৬ পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার আলাদা চারটি প্রজ্ঞাপনে মোট ৫২ কর্মকর্তাকে বদলি করার তথ্য জানানো হয়েছে।

উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত কর্মস্থলে বদলি করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

আদেশ অনুযায়ী পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (প্রশাসন), সিলেটে মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার পদে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া ৭ জন পুলিশ সুপার (এসপি)কে বদলি করা হয়েছে।

অতিরিক্ত আইজিপি একেএম আওলাদ হোসেন পেয়েছেন পুলিশ সদর দপ্তরের প্রশাসনের দায়িত্ব। পুলিশের সব ধরনের নিয়োগ, বদলি ও পদোন্নতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে প্রশাসন শাখা। এর আগে তিনি রাজারবাগ পুলিশ টেলিকমের ডিআইজি হিসেবে ছিলেন। সম্প্রতি তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। গত বছরের ৫ আগস্টের পর ঢাকা রেঞ্জের ডিআইজির দায়িত্ব দেয়া হয় একেএম আওলাদ হোসেনকে। আওয়ামী লীগের ১৬ বছরে যারা বঞ্চিত ছিলেন, তাদের মধ্যে অন্যতম এই কর্মকর্তা। ১৫ তম ব্যাচের মেধাবী কর্মকর্তা গাজী জসিম উদ্দিনও আওয়ামী লীগের শাসনামলের পুরো সময় বঞ্চিত ও হয়রানিমূলক বদলির রোষানলে থাকার পর বর্তমানে রয়েছেন তুলনামূলক কম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল পুলিশে। গত বছরের জুলাই আন্দোলনের পর এই কর্মকর্তাসহ বঞ্চিত তবে মেধাবী কয়েকজন কর্মকর্তা পুলিশ বাহিনীর হাল ধরেছিলেন। সিলেট মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র কমিশনার করা হয়েছে খুলনা পিটিসি’র কমান্ড্যান্ট ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীকে। সিলেটের কমিশনার রেজাউল করিম অতিরিক্ত আইজিপি হিসেবে প্রমোশন পাওয়ার পর এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর প্রধান পদে বদলি করা হয়েছে। হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম এবং র‌্যাবের অতিরিক্ত ডিজি জিল্লুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র অতিরিক্ত কমিশনার পদে পাঠানো হয়েছে। এখানকার অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদকে পাঠানো হয়েছে র‌্যাবে। গত বছরের জুলাই অভ্যুত্থানের পর পুলিশের যে কয়েকজন কর্মকর্তা হাল ধরেছিলেন, তার মধ্যে বগুড়ার বাসিন্দা এই কর্মকর্তা অন্যতম। পদোন্নতিপ্রাপ্ত ১৮ জন অতিরিক্ত আইজিপির মধ্যে বেশিরভাগ আগের কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন।

পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ৭ জন এসপি বদলি করার তথ্য জানানো হয়। আলোচিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে বদলি করা হয়েছে। তার স্থলে ডিএমপির লালবাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিনকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রত্যুষ কুমারকে সিআইডিতে বদলি করা হয়েছে। শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে বরগুনার পুলিশ সুপার, পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে বাগেরহাট, পুলিশ অধিদপ্তরের মো. মেনহাজুল আলমকে নরসিংদীর পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে মেহেরপুরের পুলিশ সুপার, এসবির বিশেষ পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে নড়াইলের পুলিশ সুপার, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে নাটোরের পুলিশ সুপার করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত