আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি

জাতীয় ছাত্রশক্তির শাহবাগ অবরোধে যান চলাচল স্থবির

প্রতিনিধি, ঢাবি
জাতীয় ছাত্রশক্তির শাহবাগ অবরোধে যান চলাচল স্থবির

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি। সোমবার দুপুর সাড়ে ১২টা ৪৫ মিনিটের দিকে সংগঠনটির নেতাকর্মীরা সড়কে অবস্থান নিলে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে যান চলাচল স্থবির হয়ে পড়ে।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে ছাত্রশক্তি।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অনতিবিলম্বে পদত্যাগের দাবি জানান।

অবরোধের কারণে শাহবাগ মোড় থেকে চারদিকের সড়কে যানজটের দীর্ঘ সারি তৈরি হয়।

জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানাচ্ছি। ঢাকা শহরের ছাত্র-জনতাকে আমরা আহ্বান জানাই- তারা যেন এই ব্লকেড কর্মসূচি সফল করেন।

তিনি বলেন, আমাদের কর্মসূচি জনদুর্ভোগ তৈরির জন্য নয়, জনতার দাবি আদায়ের জন্য। আমরা আশাবাদী, অনতিবিলম্বে প্রধান উপদেষ্টা তার অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

তিনি আরও বলেন, আমাদের দুই দফা দাবি- বিপ্লবী হাদী ভাইয়ের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

শাহবাগ

সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি বলেন, যারা গুলি করে পালিয়ে গেছে, তাদেরকে এখন পর্যন্ত রাষ্ট্রের প্রশাসন গ্রেপ্তার করতে পারেনি। আমরা সেদিন ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম, কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে কিছুই করা হয়নি।

বরং আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা তরকারিতে পেঁয়াজ হয়েছে কিনা তা পরীক্ষা করছেন। যেখানে তার গুরুদায়িত্ব ছিল জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেখানে তিনি পরিষ্কারভাবে ব্যর্থ হয়েছেন।

শাহবাগ১

তিনি আরও বলেন, আমার ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর সন্ত্রাসীরা ভারতে পালিয়ে যাচ্ছে। এমন অথর্ব উপদেষ্টার প্রয়োজন বাংলাদেশের মানুষের নেই।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করা হয়। এখন পর্যন্ত অবরোধ চলছে।

এখন পর্যন্ত যানচলাচল বন্ধ রয়েছে। আমরা আন্দোলনকারীদের সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন