এবার সরকারি টাকায় কাউকে হজে পাঠানো হয়নি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ২০: ০১

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রথমবারের মতো সরকারি টাকায় কাউকে হজে পাঠানো হয়নি।

শুক্রবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ বছর যারা পবিত্র হজব্রত পালন করেছেন, তাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবাণীতে আপনাদের দোয়ায় এবং সংশ্লিষ্টদের সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের ফলে এ বছর আমাদের হজ ব্যবস্থাপনায় সাফল্য এসেছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় ‘লাববায়েক’ অ্যাপের মাধ্যমে হজের সার্বিক ব্যবস্থাপনা ও সেবা নিশ্চিত করা হচ্ছে। এখন পর্যন্ত হজ ব্যবস্থাপনায় কোনো অনিয়মের খবর আসেনি। টাকা দিয়েও হজে যেতে না পারার যন্ত্রণায় কাউকে কাঁদতে হয়নি। হজক্যাম্প কিংবা বিমানবন্দরে কোনো হাজিকে প্রতিবাদ-বিক্ষোভ করতে হয়নি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত