ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত, জরিমানা ৩০ হাজার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ১৬: ০৫

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছে রেখেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এতে দ্বিতীয় দিনে বৃহস্পতিবার রাজধানীর আব্দুল্লাপুরের বিভিন্ন কাউন্টারে অভিযান চালিয়ে ৪টি মামলা দায়ের করা হয়, জরিমানা করা হয়েছে ৩০ হাজার টাকা।

বিআরটিএ জানায়, ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে উত্তরা, আব্দুল্লাপুর ও আশেপাশের বিভিন্ন কাউন্টারে অভিযান চালায়। এ সময় সেবা গ্রীন লাইন ও ইসলাম পরিবহনকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং কয়েকজন যাত্রীকে অতিরিক্ত গ্রহণকৃত ভাড়া ফেরত দেওয়া হয়। আর কোটালিপাড়া পরিবহনকে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় এবং অভি পরিবহনকে টিকেটবিহীন যাত্রী উঠানোর অপরাধে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া যাত্রীসেবা নিশ্চিত করা, কাউন্টারে ভাড়া বেশি না নেওয়া, যথাযথভাবে টিকেট দেওয়া এবং যানজট সৃষ্টি না করাসহ বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও নিবিঘ্ন করতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।

এর আগে বুধবার সায়েদাবাদ, গাবতলী, ফুলবাড়ীয়া, মহাখালী বাস টার্মিনাল, আব্দুল্লাহপুর, মিরপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ। এতে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়:

ঈদযাত্রা
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত