আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বায়রা নির্বাচন স্থগিত হাইকোর্টের

স্টাফ রিপোর্টার

বায়রা নির্বাচন স্থগিত হাইকোর্টের

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। আগামীকাল শনিবার ১৭ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আইনজীবী খান মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে নির্ধারিত আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) ২০২৬-২০২৮ মেয়াদি কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজনের অনুমতি দেয় নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

তবে ভোটার তালিকায় ত্রুটিসহ কয়েকটি কারণে আদালতে নির্বাচন স্থগিত করা হয় বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান।

এর আগে এক চিঠিতে ইসি জানায়, নির্ধারিত আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে আগামী ১৭ জানুয়ারি নির্বাচন আয়োজন করা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন