আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৪০ হাজার বডি-ওর্ন ক্যামেরা কেনা হচ্ছে না: অর্থ উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

৪০ হাজার বডি-ওর্ন ক্যামেরা কেনা হচ্ছে না: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য ৪০ হাজার বডি-ওর্ন ক্যামেরা কেনা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে তিনি একথা জানান।

তিনি বলেন, নির্বাচনের আগে ভোটকেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শটগান কেনা হবে। এই শটগান খুবই স্বল্প মূল্যে কেনা হবে।

বিজ্ঞাপন

অর্থ উপদেষ্টা বলেন, বডি-ওর্ন ক্যামেরা নিয়ে আলোচনা হচ্ছে। স্বচ্ছ প্রক্রিয়ায় যাতে কেনা হয়, তা দেখা হবে। ৪০ হাজার বডি ক্যাম কেনার কথা আগে জানানো হলেও, সে সংখ্যা কমবে।

তিনি বলেন, রোজার আগেই চাল, গম আনা হবে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় হয়েছে। রোজায় পণ্যের দাম কম রাখতে এখন থেকেই ব্যবস্থা নেয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন