দেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে কমিশনের অবস্থান ব্যাখ্যা করার জন্য মূলত এ বৈঠকটি আহ্বান করা হয়েছে।
আগামী রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওয়েস্টিনে নির্বাচন ইস্যুতে গুরুত্বপূর্ণ এ বৈঠকটি অনুষ্ঠিত হবে। কমিশনের দায়িত্বশীল সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার রাতে ওভার টেলিফোনে একজন নির্বাচন কমিশনার এ তথ্যটি নিশ্চিত করেন। আমার দেশকে ওই কমিশনার বলেন, আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে কর্মরত বিদেশি সকল মিশনের কূটনীতিকদের সঙ্গে এ বৈঠক হবে। সেখানে অংশ নিতে পারেন বিদেশি কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধি। সেখানে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে কমিশনের প্রস্তুতি, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

