এনসিপির নেতারা ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হচ্ছেন: তারিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ২১: ১৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া এনসিপির যারা রয়েছেন, তারা মিডিয়া ট্রাইয়ালের শিকার হচ্ছেন। মিডিয়াকে ব্যবহার করে তাদের গ্রহণযোগ্যতা নষ্ট করতে অনেক অপশক্তি কাজ করছে। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

জাতীয় যুব সম্মেলন উপলক্ষে রোববার বাংলামোটরে যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহযোগিতা না পাওয়ার কথা উল্লেখ করে যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, এনসিপির নেতাকর্মীদের বিতর্কিত করার জন্য এমন কোনো শক্তি নেই যে আজকে চেষ্টা অব্যাহত রাখছে না। আমরা দেখতে পাচ্ছি তরুণেরা যখনই কিছু একটা করছে বা এনসিপি সম্পর্কিত যখনই কিছু একটা আসছে, সেটা কিন্তু খবরের পাতার মধ্যে সাত দিন ধরে থাকে। কিন্তু সেই জিনিসটা অন্যদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না। অনেক গুরুতর অনেক কিছু হয়ে গেলেও সেগুলো মিডিয়ায় আসছে না।

গত ৫ আগস্ট এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারাসহ কয়েকজনের কক্সবাজারে যাওয়ার বিষয়ে তিনি বলেন, কক্সবাজারের একটা ইস্যু সামনে এনে সেখানে মিথ্যাচার করা হলো। বাংলাদেশের মূলধারার সংবাদমাধ্যমে প্রচার করা হলো, সেখানে একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির নেতৃবৃন্দ যাঁরা রয়েছেন, তাঁদের বৈঠক হয়েছে এবং সব জায়গায় প্রচার করা হলো। বাংলাদেশের মানুষ কিন্তু এটা বিশ্বাস করে নিয়েছে যে আসলে আমাদের এনসিপির যাঁরা নেতৃবৃন্দ রয়েছেন, তাঁরা সেখানে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন। এটা কিন্তু একটি ভিন্ন বার্তা দেয়, এটি অবিশ্বাসের জন্ম দেয়।

এনসিপির এই যুব নেতা বলেন, আমরা প্রত্যাশা করি, বাংলাদেশের সব মিডিয়া থেকে শুরু করে যে রাজনৈতিক দলগুলো আছে, তারা যেন আমাদের প্রতি সেই সহনশীল আচরণ প্রদর্শন করে। তারা যদি তরুণদেরকে রাজনীতির ময়দান থেকে মাইনাস (বাদ) করার জন্য এ রকম উঠেপড়ে লাগে, সেটি বাংলাদেশের জন্য অশনিসংকেত। কারণ, আমাদের ভুলে গেলে চলবে না এই জুলাই গণ–অভ্যুত্থানে তরুণেরাই কিন্তু সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছিল। এ কারণেই কিন্তু আমরা গত ১৬ বছরের যে ভয়াবহ ফ্যাসিবাদ ছিল, সেটাকে ফেলে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রথমবারের মতো মঙ্গলবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে ‘জাতীয় যুব সম্মেলন’ করবে জাতীয় যুবশক্তি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইংটির এ সম্মেলনে উন্মোচন করা হবে ‘যুব ইশতেহার’।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত