আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওসমান হাদির মৃত্যুতে ইরান দূতাবাসের শোক

স্টাফ রিপোর্টার

ওসমান হাদির মৃত্যুতে ইরান দূতাবাসের শোক
ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদি-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইসলামিক রিপাবলিক অব ইরানের ঢাকাস্থ দূতাবাস।

বিজ্ঞাপন

আজ (রবিবার) দূতাবাসের পক্ষ থেকে এক শোকবার্তায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়। বার্তায় বলা হয়, 'শহীদ শরীফ ওসমান হাদী-এর মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের জনগণের পাশে আছি। আমরা তাঁর পরিবার, সহকর্মী এবং শোকার্ত সকলের জন্য সান্ত্বনা ও ধৈর্য কামনা করি। বাংলাদেশের জনগণের জন্য শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করি।'

শহীদ শরীফ ওসমান হাদী-এর অবদান ও স্মৃতিকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে ইরানের দূতাবাস বাংলাদেশের সাথে একাত্মতা প্রকাশ করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন