মোহাম্মদপুরে গণপিটুনিতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪: ০৩

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজনের গণপিটুনিতে ইয়াসিন (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় তার সহযোগী ফাহিম (২১) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন, রোড নং-১২, ব্লক-ই এর মাথায় এই ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ওই এলাকায় ছিনতাইয়ের সময় দুই যুবককে স্থানীয় লোকজন আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হয়। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিন মারা যায়।

নিহত ইয়াসিন ভোলার লালমোহন থানার চরসকিনা গ্রামের বাসিন্দা মাহবুব মিয়ার ছেলে। বর্তমানে সে রাজধানীর ঢাকা উদ্যান এলাকায় বসবাস করত।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান জানান, মোহাম্মদপুরের চন্দ্রিমা এলাকায় মোবাইল ছিনতাইয়ের সময় দুই যুবককে জনতা গণপিটুনি দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে ইয়াসিনকে মৃত ঘোষণা করা হয় এবং ফাহিম চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও জানান, ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় দুটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত