আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চিকিৎসা ব্যয়ে বছরে গরিব হচ্ছেন ৫০ লাখ মানুষ: বিএমইউ উপাচার্য

ঢাবি সংবাদদাতা

চিকিৎসা ব্যয়ে বছরে গরিব হচ্ছেন ৫০ লাখ মানুষ: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে চিকিৎসার ব্যয় কমানো খুব জরুরি। বিশ্বব্যাংকের হিসেব মতো প্রতিবছর চিকিৎসা ব্যয় বহন করতে ৫০ লাখ মানুষ গরিব যাচ্ছেন।

বিজ্ঞাপন

রোববার সকাল সাড়ে ৯টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের (বিএসএনএস) তিনদিনব্যাপী চতুর্থ অন্তর্বর্তী সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আন্তর্জাতিক একটি জার্নালের বরাত দিয়ে বলেন, এ দেশের এক শতাংশ সার্জারি রোগী চিকিৎসার টাকা আনেন ভিক্ষা করে। চক্রবৃদ্ধি সুদে চিকিৎসার টাকা আনেন ১২ শতাংশ রোগী। এসব রোগীরা পরবর্তী সময়ে নিজেদের সহায়-সম্পত্তি বিক্রি করা ছাড়া কোনো দিনই সে টাকা শোধ করতে পারেন না।

তিনি আরো বলেন, এদেশের জনসংখ্যা বিশাল। ফলে রোগীও প্রচুর। অনেক উন্নত দেশের আধুনিক যন্ত্রপাতি আছে কিন্তু রোগী কম। এক্ষেত্রে বাংলাদেশের চিত্র আলাদা। সে হিসেবে আমাদের দেশে এ অঙ্গনে আরও অনেক পদক্ষেপ নেওয়া বাকি, সেগুলো দ্রুত নিতে হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন বলেন, দেশের চিকিৎসকরা প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত হচ্ছেন। কিছু সীমাবদ্ধতা রয়েছে। তারপরও নিউরো সার্জারিসহ নানা খাতে চিকিৎসকরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশের চিকিৎসা শিক্ষা এবং চিকিৎসা সেবা উন্নত করার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে।

তিন দিনব্যাপী এই আয়োজনে বিএসএনএসের পক্ষ থেকে বৈজ্ঞানিক সম্মেলন, লাইভ সার্জারি, থ্রিডি অ্যানাটমি সেশন এবং অ্যান্ডো ভাস্কুলার সিমুলেশন ইত্যাদি কর্মশালায় ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ সোসাইটি অব নিউরো সার্জনসের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদুল হক, সদস্য সচিব ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান এবং অর্ন্তবর্তী সভা বাস্তবায়ন কমিটির চেয়ারপার্সন অধ্যাপক ডা. মাঈনুল হক সরকারসহ দেশি-বিদেশি ৩০০ জনের অধিক নিউরো সার্জন।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...